Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

*প্রধান কার্যাবলী:
১. সরকারের পক্ষে ভূমির অধিকার ও স্বত্ব সংরক্ষণ

২. ভূমি রাজস্ব নির্ধারণ ও আদায়

৩. খাস জমি, অর্পিত ও পরিত্যক্ত সম্পত্তির ব্যবস্থাপনা

৪. সায়রাত মহালের (জলমহাল, বালুমহাল ইত্যাদি) ব্যবস্থাপনা

৫. ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল সংক্রান্ত কার্যক্রম

৬. রেকর্ড সংশোধন, খারিজ, এস,এ এ্যাক্ট সংক্রান্ত যাবতীয় কার্যাবলী

৭. ভূমি উন্নয়ন কর যাবতীয় কার্যাবলী

৮. সার্টিফিকেট কেস সংক্রান্ত বিষয়াদি

৯. হাট-বাজার এর যাবতীয় ব্যবস্থাপনা

১০. অকৃষি খাস জমি বন্দোবস্ত ও নীতিমালা সংক্রান্ত কার্যাবলী

১১. পিও ৯৮/৭২ এবং পিও ১৩৫/৭২ সংক্রান্ত যাবতীয় কার্যাবলী

১২. দেওয়ানী মামলা সংক্রান্ত বিষয়াদি

মিউটেশন (নামজারী) জমাভাগ ও জমা একত্রীকরণের সময় ও ফি:

রাজস্ব মাঠ প্রশাসনে জমির নামজারী, জমাভাগ ও জমা একত্রীকরণ সহকারী কমিশনার(ভূমি) এর কার্যালয়ে সম্পন্ন করা হয়

* মালিকানা বিষয়ে কোন বিতর্ক না থাকলে আবেদন প্রাপ্তির তারিখ থেকে সর্বোচ্চ ৪৫(পঁয়তাল্লিশ) দিনের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন করাহবে

* মিউটেশন বাবদ খরচ হয় 1150/-(এক হাজার একশত পঞ্চাশ) টাকা ও আবেদনে 20 টাকার কোর্ট ফি

খতিয়ান/জাবেদা নকল/অন্যান্য সার্টিফাইড কপি সরবরাহের সময় ও ফি:

সাধারণ সময়ে অর্থাৎ আবেদন প্রাপ্তির পরদিন থেকে ০৭(সাত) দিনের মধ্যে পেতে চাইলে:

* আবেদনে কোর্ট ফি লাগবে: ০৮(আট) টাকা

* প্রতি ফলিও এর জন্য কোর্ট ফি লাগবে: ০১(এক) টাকা

জরুরী ভিত্তিতে আবেদন প্রাপ্তির পরদিন থেকে ০৩(তিন) দিনের মধ্যে পেতে চাইলে:

* আবেদনে কোর্ট ফি লাগবে ১৬(ষোল) টাকা

* প্রতি ফলিও এর জন্য কোর্ট ফি লাগবেৰ ০২(দুই) টাকা

বিস্তারিত তথ্যের জন্য :

জেলা প্রশাসকের কার্যালয় ও সহকারী কমিশনার(ভূমি) এর কার্যালয়